বিরহী মহুয়ার মাতাল গন্ধে আকাশ কাঁদে ঐ চাঁদটাও নুয়ে ছুঁয়ে যায় রক্তরাঙা মহুয়ার সারা অঙ্গ। বাতাসে বনলতা সাঁওতালি সুর তোলে! জংলার বুকে সর্পিলাকার নদীর উদ্দামতা ছড়ায় পাহাড়ী-কন্যা। প্রণয়ের আবেশে সাগরের লোনা বুকে আঁধফোটা ঝিনুকের আত্মাহুতি; নিঃসঙ্গ গাংচিল ক্ষয়িষ্ণু আবেগে উড়ছে হাওয়ায় রাতের শৈল্পিক বাসনায় কাঁচপোকা পুড়ছে অবিরত। হাওড়ের বুক চিরে নিশিপদ্মে ধ্যানমগ্ন- উন্মনা তরঙ্গিনী! হে [ বিস্তারিত ]