পৃথিবীর প্রাচীন ইতিহাসে নারী শাসক বিরল। তাদের সবাই সফল শাসক হিসেবে। যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন ইতিহাসের পাতায় - তাদের মধ্যে সেমিরামিস অন্যতম। সিরীয় দেবী দারসেটো ও সিরীয় যুবার সম্পর্কের পরিণতি হলো সেমিরামিস। কন্যা শিশুকে লজ্জিত হয়ে পরিত্যক্ত করে আত্নাহুতি দেন দেবী। ঘুঘু পাখিরা দেখাশোনা করতেন সেমিরামিসের। অ্যাসিরিয়ার রাজার প্রধান মেষপালক কন্যা শিশুকে পেয়ে বড় করতে [ বিস্তারিত ]