হয়ত যখন তোমার ভিতর অভিমানী লাভার পূর্বাভাস
তখনেই তুমি বিদ্যুৎ চমকানোর মতো
এক নাগাড়ে উচ্চারণ করতে থাকো- জানিনা, জানিনা!

যদি তোমার আমি বরফের মতো গলে যেতে যেতে
কী হয়েছে?এই কী হয়েছে- বলো আমায় একবার
তখনও শিলাবৃষ্টির মতো ঝরাতে থাকো- জানিনা, জানিনা!

আবার যখন সেই আমি; একবারেই তোমার আমি
ক্ষোভায়িত অভিমানী লাভার বিস্ফোরণ ঘটাই মুহূর্তে
জানিনা তোমাকে ভালোবেসে বুকে তুলি বীজগণিতের সূত্রে-

"জানিনা প্লাস জানিনা হোল স্কয়ার ইকুয়েলটু
জানিনা টু স্কয়ার প্লাস জানিনা জানিনা প্লাস জানিনা টু স্কয়ার"

নেত্রকোনা, ময়মনসিংহ।
[উৎসর্গ:-প্রিয় একজন গুণী মানুষকে, ২৯ ই নভেম্বর ২০১৯]

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ