ভাল্লাগে না বিষ-নগরী, আটকে থাকা জ্যামে; আমারে কেউ নিয়া যাইবা কিংশুকদের ঐ গ্রামে? সিঁদুর রাঙ্গা পথের আগুন মেটো ভাষার দামে যে গ্রাম থেকে ছড়িয়ে পড়ে ভালবাসার নামে। কম করেও একটা শিমুল, কাঁটার বিনিময়ে— আমারে কেউ কিনে নিবা শখের ক্রেতা হয়ে? আমারে কেউ গোষ্ঠলালের কাঞ্চন এনে দিবা? ক' বাসন্তী, পাইলে এসব চাওয়ার থাকে কী-বা? ক' আমারে [ বিস্তারিত ]