হুঁকার আগুন প্রায় নিভিয়া আসিতেছে। শুক্রবারের সন্ধ্যায় শুক্র গ্রহটির এই নিম্নগামী দশা দর্শন করিয়া- গভীরতা কিছুই না বুঝিয়া সন্তোষচরের শ্রীমান শুক্কুর চন্দ্র দাস স্থবির হস্তে তাহার ডিঙ্গি নৌকার চোদ্দতালির পালখানি তুলিয়া পুবের হাওয়ার তোড়ে হাওড়ের পশ্চিমের পানে নৌকাখানি ছাড়িয়া দিয়া খানিকটা তামুক টানিয়া লইলো। হুঁকার আগুন টিক্কা-তামাকসমেত সর্ব ও শেষ শক্তি খরচ করিয়া আরেকবার ফরফরাইয়া [ বিস্তারিত ]