#স্পয়লার_নাই জঞ্জাল শব্দের অর্থ আবর্জনা, ময়লা ইত্যাদি। শুধুমাত্র ডাস্টবিনেই জঞ্জালের খোঁজ মিলবে, এমন কোন কথা নেই। আমাদের শরীরে, আমাদের মনে, আমাদের সংসারেও জঞ্জাল জমা হয়। জমে থাকা জঞ্জাল পরিস্কার করতে দেরী হলে আবর্জনা তো পরিস্কার হবে। কিন্তু ততদিনে ভেতরে হয়ত ঢুকে যাবে জীবানু। সেই জীবানু থেকে মুক্তি পেতে দীর্ঘ ঝঞ্ঝাটের ভেতর দিয়ে যেতে হবে। এদিকে [ বিস্তারিত ]