মনের সন্ধিক্ষণে তোমাকে বন্দী করে রেখেছিসারা জীবন তোমাকে দেখবো বলে,সবই মুছে যাবে যত স্বপ্ন এঁকেছিআর মরে যাব তোমার কিছু হলে ।আমার মনের আকাশে শুধুই তোমাকেতারার মত করে ফুল ফুটিয়ে রেখেছিজ্যোৎস্না রাতে নিরবে তোমার কথা ভেবেছি।আর ভালোবাসার চোখ দিয়ে তোমায় দেখেছি।এতে কি আমার ভুল হয়েছে তুমিই বলে দাও,যদি মনে কর ভালবেসে ভুল করিনি-তবে আর অপেক্ষা করতে [ বিস্তারিত ]