রক্তে ভেজা মানবতা

স্বপ্ন নীলা ২৯ অক্টোবর ২০২৩, রবিবার, ১০:০৩:০৫পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য
ফিলিস্তিনের বাতাসে এখন বারুদের তীব্র গন্ধ
চারিদিক হতে ভয়ংকর রুপে রাহু করেছে গ্রাস
জীবন বাঁচাতে ছুটছে মানুষ সাথে নিয়ে ত্রাস
বোমা দেয়াল হয়ে ঘিরে ধরে তীব্র বিস্ফোরণে
তীব্র আর্ত-চিৎকারে মানুষ মরছে প্রতি ক্ষণে।
:
বোমার চোরাবালিতে আটকে পড়েছে মানবতা
শিশুর রক্তে লংঘিত হচ্ছে অধিকার
মায়ের রক্তে-বাবার রক্তে সন্তানের আহাজারি
আজ আকাশে ভয়ংকর রক্ত মেঘের ছড়াছড়ি।
:
হানাদার বাহিনী পাল্লা দিয়ে ধ্বংস করছে বাসস্থান
হাসপাতাল গুড়িয়ে দিয়ে বাবার কোলে তুলে দিচ্ছে সন্তানের লাশ
মানবতায় রক্ত ভিজিয়ে শত্রুরা করে উল্লাস।
:
উপর হতে বোম পড়ছে, ট্যাংকের গর্জনে প্রতিধ্বনিত হচ্ছে জনপদ
"বাঁচাও আমাদের" শিশুর আবেদনে বাড়ায় দীর্ঘশ্বাস
প্রতি মিনিটে মানুষ মারছে-এ কি তবে পরিহাস!
:
বোমের আঘাতে মানুষের দেহ হচ্ছে ছিন্ন- ভিন্ন
মধ্যপ্রাচ্য তখন গভীর ঘুমে আচ্ছন্ন
কে ধরিবে হাল, কে উড়াবে পাল, কে হাকিবে হেইয়ো
জাগো বিশ্ব, কণ্ঠে তোল প্রতিবাদ
মানুষ বাঁচানোর মিছিলে হও আগুয়ান।
:
২৯ অক্টোবর,২০২৩
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ