মাগো জীবনের একটা প্রান্তে এসে-তোমাকে খুব বেশী মনে পড়ে,যখন ছোট্ট ছিলাম তখন মাঝে মাঝে-তুমি আমাকে ছাগল বলতে,মনে মনে রাগ হতাম আর বক বক করে চলে যেতাম হয়তো গালিও দিতাম।তখনও বুঝতাম না আসলেই আমি ছাগল।তারপর যখন আর একটু বড় হলাম-তখন বলতে পাগল,তখনও রাগ হতাম,মাগো তখনও বুঝিনি সত্যি আমি পাগল। কিছু কিছু কাজ করে এখন বুঝতে পারি মা-নিজেই [ বিস্তারিত ]