আজ আমার গণতন্ত্র দেশটা নেই গণতন্ত্রে, বাবার ভিটে হয়ে গেছে ক্ষমতার দাপটে। সুশিক্ষার জায়গাটা নেই হয়ে গেছে শিক্ষা শুধু আয়ে উৎসে, ক্ষমতার মসনদ মূর্খরা চালাচ্ছে পবিত্র সংসদে গানের পসরা বসছে। ধর্ম আছে শুধু নামে ও ব্যবসার খাতিরে ধর্মের শ্রদ্ধার জায়গাটা নেই এ জমিনে, মসজিদে লাগায় আগুন, মন্দিরে ফুলসজ্জায় রাখে, আলেম সমাজ আজ ব্যস্ত কাদা ছোড়া [ বিস্তারিত ]