স্বাধীনতা

নিবিড় রৌদ্র ২৬ মার্চ ২০২২, শনিবার, ০৪:৪৫:১৭অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

স্বাধীনতা, এ কি তবে শ্রীহীন শৃঙ্খলহীনতা, রাজন?

স্বাধীনতার মানে কি তবে শ্রেণি-জাত বিভাজন?

স্বাধীনতা কি অপারগ ফসল- অরাজক মনে মনে?

স্বাধীনতার মরমী- ব্যর্থতা ক'জন বাঙালি জানে?

স্বাধীনতা কি রাষ্ট্র-ক্ষমতার বেদখল সংবিধান?

না কি স্বাধীনতা মুক্তি-বারতার বিকৃত অভিধান?

স্বাধীনতা কি লজ্জাহীনতা, অপদেবতা ভজন?

না কি স্বাধীনতা স্বাদহীনতায় নবরুচিতা সৃজন?

রক্তক্ষয়ী এ লড়াই ইতিহাসে সস্তা হাসি অভিমান না

প্রজন্ম তোমারে শোনাবো আজ স্বাধীনতার কান্না,

কত প্রাণ বলিদান শেষে- দৃঢ় মুক্তি হয়েছে লভ্য

সেই স্মৃতি-তরি ভাসাতে জাগাবো স্বাধীন স্রোতে নাব্য।

 

স্বাধীনতা চির-প্রতারক প্রেমিকা

হারানো দিনের গান,

স্বাধীনতা প্রচলিত সম্ভ্রমহারা

বঞ্চিত মা'র অপমান,

স্বাধীনতা ছেলে সন্তানহারা

পঙ্গু বাবার দাস-যাপন,

স্বাধীনতা বোনের সেই বিশ্বাস

ঘাতক মাত্র যার আপন,

তবু এ স্বাধীনতা গণ-মানুষের গাঁথা

নৈতিক অধিকারে কাব্য;

স্বাধীনতা মানে বলা, 'এ নিয়ম মানি না শালা-

আবার নতুন করে ভাববো'।

 

স্বাধীনতা যুক্তির পাশাঘরে মুক্তির

মেলবন্ধন খোঁজা ফাঁদ,

স্বাধীনতা বসে থাকা মন্ত্রীর আসনে

বেটারি চালিত উন্মাদ,

স্বাধীনতা মানে রাষ্ট্রীয় কুশাসনে

অস্ত্রের মুখে- মুখ বন্ধ,

স্বাধীনতা আর্ত- দন্ডিত পার্থ

ধৃতরাষ্ট্রের মতো অন্ধ,

তবু এ স্বাধীনতা নিপীড়িত আত্মা

জাগ্রতচিতে জ্যোতি দিব্য;

স্বাধীনতা উঁচিয়ে গলা সজোরে মানি না, বলা-

তফাৎ নতুন করে মাপবো।

 

স্বাধীনতা আইনে আদালতসম ফাঁক

ডাইনে বায়ের কাল ফুটো,

স্বাধীনতা কেউ চাল- গম খাবে

আর কেউ পাবে খড়কুটো,

স্বাধীনতা দোষী ঘোষদাতা স্বীয়

দুর্নীতি-রীতিতে প্রীতি,

স্বাধীনতা ধর্ষিতার বিচারের প্রতি

আমরণ আস্থায় ভীতি,

তবু এ স্বাধীনতা পুঁজির পেট চিড়ে

টেনে বের করে আনা দ্রব্য;

স্বাধীনতা চিৎকার- 'মৌলিক চাটুকার-

নিয়ম বদল কর, অসভ্য'।

 

২৬.০৩.২০২২

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ