অভিযোগগুলো বিষুবরেখায় মিশে গেছে,
কান্নাগুলো চৈত্রের খরতাপে বাষ্পায়িত;
'তুমি ছিলে' সত্যিটা স্মৃতিভ্রষ্ট আজ।
সংলাপময় দিনগুলো নির্বাক হয়েছে বেলাশেষে;
পরাবাস্তবতা হার মেনেছে মাইথোলজির দূর্গম পাহাড়ে আছড়ে পড়ে।
অস্তিত্ব রক্ষায় কৌশলী হতে পারিনি আজো;
তবুও দিনশেষে কি পেলাম, পেলাম না তাই নিয়ে চলে সংসদীয় বাকবিতন্ডা।
হাজারো চলমান সংকটে দ্বিধাদ্বন্দ্বে ভোগে 'মনের ষড়রিপু'।

ছবি-নেট থেকে

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ