আপনি ব্লগের বিষয় জানতে/ বুঝতে হলে আমাকে যেকোনো সময় নক করবেন। একবারও ভাববেন না আমি বিরক্ত হচ্ছি বা হবো। 😊😊

হুহ! বললেই হলো! এমনতো সবাই বলে, কিন্তু পরে দেখা যাবে দুইটার বেশি প্রশ্ন করলেই ইগ্নোর লিস্টে পাঠিয়ে দিবেন। ( ভেংচি -মনেমনে)

তারপর থেকে কয়েকশত ছাড়িয়ে হাজার খানেক বারেরও বেশি বিরক্ত করে ফেলেছি। ভবিষ্যতেও নিঃসন্দেহ রেখেই করবো। বিরক্ত তাকে করেই ছাড়বো। এটাই ফাইনাল ;

প্রিয় উঠোনবাসি, আপনারা হয়তো ভাবছেন কার কথা বলছি? আজকের এই লেখাটি কার উদ্দেশ্যে-ই-বা নিবেদন করছি ; বলছি, বলছি। মনে অপেক্ষা নিয়ে পড়তে থাকুন। অপেক্ষা রেখে পড়লে শেষটায় খুশি হবেন মাস্ট!

সে একজন স্বপ্নবাজ। স্বপ্নকে আঁকড়ে ধরে শুধু বাঁচেন, তেমনটি ভাবা কিন্তু ভুল। তার একটি লেখায় পেয়েছি ' স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তব করুন।' তিনি নিজে স্বপ্ন দেখেন, অন্যকেও স্বপ্ন দেখান। সে স্বপ্ন দেখার আগেই স্বপ্ন-বীজ বপন করেন। নিজের প্রবল ইচ্ছা শক্তিকে পরিনত করেন স্বপ্ন-সারে। বীজ-সার আর অফুরান উদ্যম নিয়ে স্বপ্নকে বাস্তবে নিয়ে আসেন। শুরুটা একাকী করলেও স্বপ্ন পূরণের পর তাতে সামিল করে নেন বন্ধু-শত্রু-চেনা-জানা-অচেনা সব্বাইকে।

তার মুখের হাসি অমলিন। তিনি বিশ্বাস করেন হাসিমুখ সকল শক্তির উৎস। নিজে হাসিমুখে থাকেন, অন্যদের খুশি রাখার আপ্রাণ চেষ্টা করেন। তার কাছ হতে কেউ মন খারাপ নিয়ে ফিরেছে এমন মানুষ বিরল।

কার কথা বলছি এতক্ষণ ধরে? এবার মনে হয় কেউকেউ আন্দাজ করা শুরু করেছেন। অনেকে বুঝেও ফেলেছেন। কিন্তু তার কথা আজই কেন বলছি এটা হয়তো এখনো বোঝেননি 😉

সোনেলা ব্লগের এমন কোনো বিভাগ নেই যেখানে তার লেখা নেই। সমসাময়িক হতে শুরু করে রম্য, ইতিহাস, ভ্রমন, কৌতুক , গল্প লিখেছেন অসংখ্য শুভেচ্ছা পোস্টএকান্ত অনুভূতিতে রেখেছেন নিজের আনন্দ-বেদনার কথা। ছেলের জন্মদিন, বন্ধুর  অসুস্থতা, শোক বার্তা, ব্লগারদের সুখ-দুঃখের কথা সবকিছু তুলে ধরেছেন তার লেখনিতে। তিনি ক্ষমা করতে জানেন, তাই লিখতে পারেননি তার প্রতি হওয়া অন্যায়ের কথা। বিশ্বাঘাতকতার কথা। বাদ দিয়েছেন বিতর্কিত মানুষদের, বৈষম্যময় লেখকদের। পরিচ্ছন্ন, সুন্দরতম এক উঠোন গড়ার লক্ষ্যে পরিশ্রম করে যান দিন-রাত। সুস্থ মনোভাব, অক্লান্ত উদ্যম আর দৃঢ়তম ইচ্ছাশক্তি তাকে পরিনত করেছে অপরাজেয় মানবে।

আজ তার তিন শততম পোস্ট পূর্ণ হলো। এইদিনে, এইক্ষণে আমরা কি তাকে অভিনন্দন না জানিয়ে পারি!! আসুন তাকে সবাই মিলে অভিনন্দন জানাই 😊😊

তিনশো তম পোস্টের জন্যে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমাদের সোনেলা ব্লগ প্রতিষ্ঠাতা, বাংলা ব্লগ জগতের জনপ্রিয় ব্লগার, সবার প্রিয়জন, প্রিয় মানুষ জিসান শা ইকরাম

0 Shares

৭৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ