এখন ভর দুপুর। চারদিক বলতে যা বেঝায়, কংক্রিটের চারদেয়াল। ডাইনিং কাম ড্রইং রুমের সোফায় রোজকার মত গ্যাঁট হয়ে বসে টেলিভিশনে পুনঃপ্রচারিত ধারাবাহিকে চোখ রাখা। মোবাইলের দিকে কতক্ষণ পর পর চোখ ফিরে তাকানো,,, একটা নাম্বার.... বার বার কল লিষ্ট চেক করা....। আবার রেখে দেয়া। বার বার চোখ ঝাপসা হয়ে আসে। মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নেই বলে মেসেজ [ বিস্তারিত ]