হাবিজাবি

বন্যা লিপি ৯ জুলাই ২০২২, শনিবার, ০৩:৩১:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

কত ঘন্টা, মিনিট, সেকেন্ড গেলো চলে! আমার আর হুঁশ ফেরে কিসে! অন্ধকার আর অন্ধকার হবে কবে! নাকি সেও সেই মিথ্যে প্রহসনে দাঁত কেলানি হাসি দিয়ে যাচ্ছে বলে- এই দ্যাখ...আলো জ্বলা তীব্র আঁধারেই আমার জীবন বাঁচছে কেমন হেসে খেলে!"

সয়না যেন এমন তরো কিপ্টপমিতে রাত্রি দিন সমানতালে পার হতে দিতে! একফোঁটা ঘুমের তরে হাড় হাড্ডির কচর কচর কাঁহাতক আর সইবে বলো মাথার ওপর দুপুর রৌদ্র নিয়ে! সকাল ছেড়ে বেমক্কা আসে দুপুর নেমে ঘরের মধ্যিখানে। সেখানেও দেখি ডিজিটালের টিউব লাইট জ্বলে? অন্ধকার আর অন্ধ হবে কবে!!! আলোর ভেতর সুঁই ফুটিয়ে দেখি; কালো কাপড় নিশ্চিন্তে বুনছে কেবল নকশি কাঁথা ভারী! শান দেয়া চাকুর ধারে কাটছে শুধু নিরীহ সব জ্যান্ত মাছ মুরগির গলা! বুকের ভেতর খচখচানি; দূর হয়না বাঁ পাশের ওই শিরশিরানি ব্যাথা।

আঁধার কবে অন্ধকারে ঢাকবে এসব বায়না! সেদিক পানে রইনু বসে, ফুরায়ে আসে আধেক জীবন খানা.....

 

নোটঃ কিচ্ছু নাই মাথায়। তবু হাবিজাবি লিখতে ইচ্ছে হলো তাই.......

কেউ আবার কঠিন কঠিন বলে স্লোগান দিয়েন না।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ