আমার কেতন আমার ই

বন্যা লিপি ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার, ০৩:৩৬:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

শতশব্দ যেখানে বিমূঢ়;

আমি সেখানে নিস্তব্ধতার বীজ বুনে চলি ক্লান্তিহীন।

সহস্র আওয়াজ চিরে ফেড়ে মৈণাক নিয়েছে সন্যাস।

যেখানেই যাই, জুটেই  যায় কিছু বন্ধু স্বজন;

আমার কি আর দোষ! না পারি কটু কথা কইতে!

না পারি অহং বোধ টানিয়ে রাখতে।

তবু কেউ কানের পাশ কেটে বলে যায়....

যতটুকু হেরেছে   সে

একটুও নাকি জিততে পারিনি তার থেকে!

আমি নিরস মুখ রেখে দৃঢ়ভাবে বলি- আমি কোথাও হারজিৎ এ খেলতে নামিনি কস্মিন....

কোল পেড়ে ভরে ওঠে শত ঠক আর ঠগবাজির ডুমুরফুল।

নিশ্চিত জমিনে খরবৃষ্টির ফোঁটা ফোঁটা সিক্ত সিঞ্চিত ভেজা অনুভব জরিয়ে নিয়ে হেঁটে চলি আদিগন্ত সাহারা মরূর ক্যাকটাস উদ্যান...

আমার কেতন আমারই হাতে ধরা থাক.......।

 

ছবি- নিজ

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ