অপ্রকাশ্য

বন্যা লিপি ২৬ জুন ২০২২, রবিবার, ০১:০৮:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

অন্তরীক্ষ প্রদক্ষিণ করে করে থুবড়ে থাকে নিগুঢ় বোবা কান্না। অন্তস্থ বলয় ধরে যখনই প্রশ্নবাণ এসে করে আহত! চতুষ্কোণে আড়াল পড়ে মূঢ় বোধের জল্প। নিখাঁদ ভালবাসা আহুতি  হয়ে জ্বলে জলাঞ্জলির যজ্ঞে-

ঠোঁটে কুলুপ আর পিঠে বাঁধা কুলো নিয়ে নিশ্বাসের কাউন্টডাউন ধুকছে বর্তমানের সিড়িতে।

বিদ্যেবোঝাই পিপড়ার অহং চলে স্রোতের বুকে ভাসমান পাতার ওপর।

সাঁতরে তীর ছুঁতে চাওয়া সরিসৃপ অপেক্ষায় আছে, একটা ঢেউ এসে নিয়ে যাবে ঠেলে  কুলে, বিষদাঁত সব লুকানো আস্তিনে.....

মোহগুলো তরতাজা দীর্ঘায়ু পেতেই থাকে নিরন্তর; যেন খর্ব হয়না কিছুতেই: যার মূল্যায়ন বড় সেকেলের তকমায় আদি ইতিহাস ঘাটে।

যত সব ছড়ানো চাটাই পাতা অভিন্ন ভোগের নৈবদ্যের হাতছানি!

ততই সুদের হার চড়া: বুক পিঞ্জরের খবরাখবর ব্রেকিং  নিউজে আসে না......

 

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ