সেদিন//(ম্যাগাজিন)

বন্যা লিপি ২৭ এপ্রিল ২০১৯, শনিবার, ০৩:৩১:০১অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

এ শব্দ অন্যের নয়.....
অধিকারের কিছু শব্দের ভিত নিয়ে
দাঁড় করিয়ে দেই গোটা এক গল্প।
শব্দের বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেছে মেঘহীন রোদের নিচে।
ফুলহীন গাছেরা স্বাক্ষী থেকেছে
মৃদু বাতাসের ঢেউ তোলা ঝিলের তীরে।

স্মৃতিসত্তায় মিলেমিশে হেঁটে গেছি
আনমনা অন্যমনস্কতায় ---
কেবল দু'জন;

টুকরো টুকরো কথার খই
উড়ে যায়
পুড়ে যায়----
কাছেই কোথাও বেজে যায় -------
বাজিয়ে চলেছে খুব নিরিবিলি এসরাজ।
সেদিন; সব মুছে গিয়েছে স্থিরতায়,
কষ্ট, যন্ত্রণা, চাওয়ার বিপরীত পাওয়ায়!!

কেবল
শুধুই দু'জন।।
অস্তিত্বের আনন্দে হৃদ গভীরে থমকে
দাঁড়িয়েছে সময়ের মহাকাল এখানে।
শব্দের সঙ্গী
কেবল দু'জন ;
এলোমেলো বাতাসের সুরে নিস্তব্ধতা চৌচির।।
বুকের ভেতর একফালি চন্দ্র জ্যোৎস্না
দিগন্ত শুধু স্বাক্ষী।
স্বাক্ষী কেবল মেঘ শ্রাবণের ময়ূরাক্ষী।
সেদিন
কেবল শুধু দু'জন
বাসতে ভালো
তোমারই দু'হাতে গেছি মরে -----
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়া পথ ধরে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ