প্রিয় রুদ্র, “ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো” চিঠিতো রোজই লিখি,তবে সংশয় হয় তুমি কি পাও সে চিঠি?পড়তে পারো কাগজের ভাজ খুলে?ওপারে বসে বুঝতে পারো কি করুন হাহাকার বুকের ভেতর? চিঠির ভাষায়! তুমি হীন তোমার নিসঙ্গতার দাপটে কতটা গভীর ক্ষত তৈরি হয়েছে বুকের ভেতর কাচা কলিজায়? “জানো? চার দিকে শুধু কবি আর [ বিস্তারিত ]