অনুকাব্য

কামরুল ইসলাম ৩০ আগস্ট ২০২২, মঙ্গলবার, ০৪:৪৯:১৩অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

 

১,

আমার একলা প্রহর,

নিলে না খবর

একটি বার ও দিনে  ~

রাতের আধার

বুকে ব্যথার পাহাড়

আমায় শুধু চিনে  ।

 

২,

চাঁদ টা না হয় ঢেকেই ছিল

এক টুকরো মেঘে

বাতাস এলেই সরে যেত

ঝড়ের গতি বেগে    ।

 

তাই বলে কি দিবে তুমি

দরজা জানালা খিল

সময় বুঝে সুযোগ নিল

শিকারী ওই চিল   ।

 

~~~~~~~~~~~~

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ