প্রেম পিপাসু

মোহাম্মদ দিদার ৩০ অক্টোবর ২০১৯, বুধবার, ০৮:১২:০৫অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

প্রিয়া জানো!
এ চোখে প্রেম লুকিয়ে আছে,
আছে শতো সহস্র জনমের আগলেরাখা সতেজ প্রেম।

প্রিয়া
ও প্রিয়া..
যদি ধরতে চাও,
হাতটি বাড়াও!
কুলষিতা মুক্ত একটি হাত চাই।
অতীব বিশ্বাসী একটা হাত হলেই, তুলে দেবো, একেবারে শেষ ফোঁটা প্রেম ও তুলে দেবো।

যানো প্রিয়া
ও হাত প্রেমের জন্য বারালে,
আমি উম্মাদহবো
বোকা হবো।
বাউল হবো।
হবো ঐ হাতের শক্ত মুস্টিতে ধরে থকা একটি বোকা প্রেম পিপাসু পুরুষ।

প্রিয়া
ও প্রিয়া
হাসছো তো!
শুনে এসব পাগলামুর কথা?
ওহে পগলি মেয়ে!
আমি তো তোমার ঐ চাঁদ মুখের সচ্ছ হাসিটুকুই কিনতে চাই।

শতো জনমের সতেজ প্রেমের দামে!
একটু পাগলামি করে পাগল নামে!

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ