২২ জুন ২০১ঁ৬ এর বাবা দিবসে আমার মেঝে ছেলে পৃথু ওর ফেইসবুকে পোষ্ট দিলো আমাকে নিয়ে।

ছেলের কাছ থেকে এমন লেখা একজন বাবা পায়, তাঁর চোখ থেকে আনন্দাশ্রু টপ টপ করে গাল বেয়ে নিচে পরতে বাধ্য। বাবা দিবসে এর চেয়ে বড় উপহার কি আছে?

আজ ২৭ সেপ্টেম্বর। ১৯৯৯ সনের এই দিনে পৃথু জন্ম নিলো। ও নিজে শুধু জন্ম নিলো না, জন্ম নিয়ে ও আমাকে দ্বিতীয় সন্তানের বাবাও বানালো। গতবছর এই দিনে আমি ওর কাছে থাকতে পারিনি। জন্মদিনের কেক কেটেছে ঢাকায় ওর মা, ভাই, বন্ধুদের সাথে।

ওর ফুপাতো ভাই সাফিন এবার নেই পৃথুর জন্মদিনে। চার তারিখ চলে গিয়েছে ফিনল্যান্ড পড়াশুনার জন্য। ফিরবে আবার ২০২১ সনের মাঝামাঝি সময়।
গতবছরের ছবি দিয়েই গত জন্মদিনে পোষ্ট দিয়েছিলাম ফেইসবুকে। অনেক মানুষ পৃথুকে শুভেচ্ছা জানিয়েছেন ঐ পোষ্টে, তাঁদের সবার কাছে কৃতজ্ঞ আমি।

২০১৪ সনের এই দিনে ফেইসবুকে পৃথুকে নিয়ে পোষ্ট দিলাম ফেইসবুকে

শুভ হোক জন্মদিন বেটা
আমি যেন গর্বিত,পরিচিত হতে পারি তোমার বাবা হিসেবে।
সারাক্ষন ভালো থেকো।
পৃথু, আমার মেঝ ছেলে, আজ তার জন্মদিন।

২০১৩ সনে ফেইসবুকে তাঁর জন্মদিনের পোষ্টে লিখলাম-
সন্তানের বাবা হবার অনুভূতি আসলে লিখে প্রকাশ করা যায়না ।
অনেক গৌরব , আনন্দ , আশা মিশে থাকে একটি সন্তান জন্ম নেয়ার সাথে ।
আজকের এই দিনে আমি আমার দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলাম
আজ আমার মেঝ বেটা পৃথুর জন্মদিন --
শুভ জন্মদিন বেটা ---

২০১৮ সনের জন্মদিনে আমি ছিলাম সাথেই। ছোট পরিসরে অনাড়াম্বর পরিবেশে ওর কয়েকজন বন্ধু সহ আমরা কয়েকজন উদযাপন করলাম ওর জন্মদিন।
শুভ জন্মদিন বেটা, ভালোবাসি তোমাকে অনেক অনেক, যা কখনো ঠিক ভাবে প্রকাশ করা হয় না।
তবে আমি জানি, তুমি ঠিকই বুঝতে পারো বাবার ভালোবাসাকে।


===========
আমি কিছুটা দুঃখিত এমন পোষ্ট ব্লগে দেয়ার জন্য। আসলে গত দুইদিন যাবত আমি ফেইসবুকে লগইন হতে পারছি না। একারনেই একান্তই ব্যক্তিগত শিরোনাম দিলাম।
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ