শুধুই জেগে থাকা, যতক্ষণ যতটুকু পারা যায় দৃষ্টির নীরব আহ্বানের করুণ সুরে ! নীল আকাশে কালো মেঘের ভেলায় স্বপ্ন গুলো রয়ে যায় আঁধারে - স্মৃতির আঙিনায় বাস্তবতার দিন একান্ত গভীরে! দিন রাত্রি একান্ত একাকীত্ব - শব্দ হীনতার সূর্যস্ত, উধাও এ পৃথিবীতে আমি একান্ত একাকীত্ব, শীতল পরশে প্রস্ফুটিত স্মৃতি গুলো নিস্তব্ধ আলোর অপেক্ষায়, [ বিস্তারিত ]