আমি নিঃশব্দ (সোনেলা ম্যাগাজিন ২০২২)

সঞ্জয় মালাকার ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, ০৪:২৩:২৬পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

 

ইচ্ছে থাকা সত্ত্বেও আমি নিঃশব্দ, 

সময়ের কাছে পরাজিত, বাস্তবের কাছে সমাপ্ত ;

উচ্ছ্বাসের পালে হাওয়া হয়ে নেচে উঠে মন-

শব্দ কবিতা লিখা হয়নি বহুদিন ক্ষণ!

 

আমি নিষিদ্ধ /নিঃসঙ্গ /আমি অক্ষম ব্যর্থ

আমি গভীর কালো আকাশের গায়ে একটুকরো মেঘ, 

আমি শুধুই সাদা কাগজে কবিতা ;

ভালো লাগা ভালেবাসা- সত্য মিথ্যে না বলা শব্দের দহন! 

 

আমি শিশির জলে বিছানা পেতে সবুজ রঙে 

সোনালীর প্রেম কবিতা, 

বেদনার শব্দ সমাপ্ত, অসমাপ্ত -সৃষ্টি বৈষম্য, 

আমি গাঢ় হতে সাদা কাগজে রোমাঞ্চ! 

 

আমি লক্ষ/ ইতিহাস /সংস্কৃতি /গল্প- কবিতা 

আমি শব্দ, নিঃশব্দ আততায়ী প্রেম, 

আমি সুবর্ণ সন্ধ্যায় গোপন আস্তানা 

পেয়সির প্রেম পত্র!

 

আমি শব্দ নিঃসঙ্গতায় জমে থাকা শব্দের 

নিদ্রাহীন চোখে স্বপ্ন, 

আমি নিঃশব্দে কবিতার রঙিন মঞ্চও!

(সোনেলা ম্যাগাজিন ২০২২)

সঞ্জয় মালাকার //

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ