সোনামণি সিনথীয়া

বোরহানুল ইসলাম লিটন ৫ অক্টোবর ২০২২, বুধবার, ০৬:০৬:৫৯পূর্বাহ্ন ছড়া ৮ মন্তব্য

সোনামণি সিনথীয়া
গান গায় পিয়া পিয়া
ধ্যান করে সকলের ভঙ্গ।
জেগে সদা পাশাপাশি
এই জল এই হাসি
প্রিয় তার বাবা মা’র সঙ্গ।

খ্যালে যদি খেলাপাতি
দিনমানই থাকে মাতি
শুনে শুনে পুতুলের বায়না,
বেঁধে দিলে দুই ঝুঁটি
হেসে হয় কুটি কুটি
বারে বারে হাতে নিয়ে আয়না।

খেতে দিলে মাছ ভাত
বসে শুধু ধোয় হাত
মুখে পেলে তবে ঝরে শব্দ,
কভু গেলে রেগে অতি
ড্রেস চাই-ই প্রজাপতি
পড়বো না বলে করে জব্দ।

কবিতাটি আমার অতি আদরের ধন
ভাতিজি (ছোট ভাইয়ের মেয়ে) কে
নিয়ে লেখা। দোয়া করবেন ওর জন্য।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ