দেবোই আমি সাড়া!

বোরহানুল ইসলাম লিটন ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ০৬:৫৯:০৩পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

দুঃখে যদি ওই নীল আকাশ হয় গো দিশেহারা,
তোমরা যতোই চুপ করে রও দেবোই আমি সাড়া!
প্রাণ হারা নদ-নদীর বুকে চাইবো উঠুক ঢেউ,
চষবো মেঘের হিম মাখা কেশ জানবে না তা কেউ।

জ্যোৎস্না খোয়ে ফেললে গো জল নিশির ক্রোড়ে শশী,
বক্ষ ভেদী শুকতারাদের বাঁধবো ঘোরে কষি।
গামলা দিয়ে সেচবো একাই লাল সায়রের জল,
হাসবো আড়ে রঙ হারা ধী ফের পেলে সম্বল।

যায় যদি দূর সবুজ মাঠের অবারিত হাসি,
নাশকারী সব পতঙ্গদের দেবোই দেবো ফাঁসি।
রচবো সবুজ পাতার ধারে ফল ও ফুলের ঘ্রাণ,
শাশ্বত হোক যাচবো ধারায় মন মানুষের গান।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ