বরং

বোরহানুল ইসলাম লিটন ৭ অক্টোবর ২০২২, শুক্রবার, ০৭:০১:৪৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

শান্তির কথা ভাবতেই পারি না!

খুঁজতে গেলেও
প্রখর রৌদ্রময় চৈত্রের দুপুরকে সযতনে ডেকে,
মরা গাছের এক কাঠঠোকরা
ঠক ঠক করে তক্তা কাটে নির্দয়ভাবে
কম দামী এই বুকের গাত্র থেকে।

অনেক দিন আগের কথা -
সমূদ্র দেখতে গিয়েছিলাম বনানীর পরামর্শে,
সৈকতে ঘুরছি
আবছা সুখানুভূতি হৃদয়টা আচ্ছন্নও করলো
হঠাৎ কোত্থেকে এক চক্রকার
ভয়ংকর রূপী আইলা এসে
লাথি মেরে ভেঙে ফেললো বাঞ্ছার কপাট হর্ষে।
আর থাকে স্বপ্নের সারি!
ক্ষুধার্ত চিলের পাখায় ভর করে
মেঘালয়ে দিলো পাড়ি।

অনেক ভেবে চিন্তে তাই সিদ্ধান্ত নিয়েছি -
যেভাবেই থাকি না কেন
পুষবো না আর সুখ-শান্তির তেষ্টা,
বাকিটা জীবন বরং করে যাবো একা
দুঃখ পরিহারের তরে নিভৃতে আপ্রাণ চেষ্টা।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ