ক্ষণ যেতো মোর চোতের খোঁজে দিন বা শেষে মাস, বুঝবে কি তা কিশোর বিনে দুষ্টুমির সেই আশ! বাপ মা কখন ভর দুপুরে একটু দিবে ঘুম, এই তো চাওয়া আম চোরাদের রোজ দিতো যা চুম। নাই বা বলি ঘুড়ির কথা গোল্লাছুটের দৌড়, গাল শুনে রোজ খেলছি তবু ধুমসে পুলিশ চোর। চুপটি খেলা চড়ুইভাতি কিংবা শাখে গান, [
বিস্তারিত ]