প্রথম আলো

সঞ্জয় মালাকার ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:৪৬:২৫অপরাহ্ন এদেশ ২৫ মন্তব্য

সত্য তুমি জেগে উঠো স্বাধীনতার চোখে
স্বাধীনতা বিলিয়ে দিও সব মানুষের ঘরে,//

সত্য তুমি জেগে উঠো
প্রথম আলোর মুখে,
প্রথম শ্রেণি মায় কক্ষ
শিশুর চোখে চোখে!
একের বিতর শতক ভরা
শিশুর মুখের ধ্বনি
মায়ের মুখে শব্দ শুনা
আলোয় জয়ের ধ্বনি!
পাঠশালাতে পাঠক মশাই
সংখ্যা আঁকে বুকে,
একি সূরে বেঁজে উঠে
দুই একে দুই হবে।
স্বপ্ন গুলো পথেই হাসে
কেমন জীবন দ্বারা,
কেমন মায়া কেমন জীবন
স্বপ্ন দিশেহারা!
তুমি আমি আমরা সবাই
আমার মতো কে,
জগৎ আমার চোখের তাঁরায়
স্বপ্ন গুলো দে!
জন্মে পেলাম কেমন জীবন
আত্মহারা কান্না,
মা-হারা সেই ছেলেবেলা
ধরে নি-তো বায়না!
শিক্ষা নামক শব্দ গুলো
দেখেছি সোনার হাতে,
আমার হাতে অন্ন থালা
পথ গুলোও কাঁদে!
পথেই আমি শব্দ কুড়াই
অন্য কাউকে দেখে।

//নতুন কিছু নিয়ম//সঞ্জয় মালাকার //

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ