শূন্যতা

সঞ্জয় মালাকার ৫ জুলাই ২০২২, মঙ্গলবার, ০১:৫১:১১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

শূন্যতা,,

 

তোমার শূন্যতা থেকেই গেলো বাস্তবতার আড়ালে

জমে থাকা স্মৃতির দেয়ালে, উষ্ম উত্তাপে,

বিবর্ণ শব্দের আকারে!

তুমি অকারণে পঞ্চচূড়া নিয়েও চিন্তামগ্ন।

 

আমি নৈমিত্তিক মরণের সুর -

শূন্যতার কাছে এসে পারে থাকি ঝুলন্ত ফ্রেমে,

স্বপনের সাজসজ্জা লুকিয়ে থাকি কান্তি মায়া

নির্ঘুম চোখে জল গভীরে নিঃসঙ্গ এক পাখি।

 

তব তোমার স্নিগ্ধ মায়া, মধুর আলিঙ্গন ক্ষান্তি দেয়

ফিরে পেতে মৃত্যুর পূর্বে,

যদি জন্মনেই আরও একবার আলোর পৃথিবীতে-

আমি স্বাদ নেবো মধুর মমতায় তোমার উষ্ণ আলিঙ্গনে!

 

আমি নিজেকে সঁপে দেবো প্রসস্হ বাহুপাশেই

বিনিদ্র রাতের গহীনে,

তোমার কিঞ্চিত পদধূলিতে

আমি দিগন্ত রেখা ভেদ করে আরো বহুদূরে যেতে চাই তোমার সঙ্গেই।

 

সঞ্জয় মালাকার //

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ