সত্য

সঞ্জয় মালাকার ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ০৬:০২:১৪অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

জীবন তো একটা গল্প,আমি সেই গল্পের'ই একজন,
আমি চাই জীবন্ত শরীর সত্যের সিংহাসন-
আমার মায়ে'র মমতার আঁচল।

সত্য ,,

সত্য ছেড়েছি আমি সত্য ছেড়েছি
যার হাত ধরে আমি আলোর মুখ দেখেছি
আমি তাকেই ভুলে গিয়েছি?

আমি মিথ্যে কথা শিখেছি বটে....
আমি মিথ্যে কথা শিখেছি,
আমি সত্য ছেড়ে আজ অসত্যের পথ ধরেছি?

আমি প্রয়োজন করি নি কিছু
প্রয়োজন কিরিনি মায়ের মমতা পিতার স্নেহ,
দিয়েছি বহু লাঞ্চনা বহু কষ্ট?

আমি বিরক্ত ফিল করেছে সেই মায়ের সামনে
পিতার স্নেহ করেছি পঞ্চিমা রোদের গল্প,
আমি জীবিত থাকার পরেও আজ মৃত?

সত্যি'ই তো আমি বড় পাপী
মায়ের বিদায়ী যাত্রা করে বহু আনন্দ,?

আমি কোথায় দিয়ে এলাম মাকে
শ্মশানে নাকি বিদ্ধ আশ্রমে,
যার সুখের দাম দিয়েছি চিতার আগুনে?

সত্য ছেড়েছি বটে, আমি সত্য ছেড়েছি
যার চররণে আমি স্বর্গ পেতাম,
আজ তাকেই অপমান করেছি !

সঞ্জয় মালাকার//

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ