গেলো চৌদ্দ-ই নভেম্বর, আটাশতম জন্মদিনে ঠিক ঠিক বারোটায়; ঘুম থেকে জাগিয়ে এক গুচ্ছ কুসুমস্তবক হাতে দিয়ে বললে; তোমাকেই ভালোবাসি প্রিয়ে! আধ-ভাঙা ঘুম ঘোরে নির্বাক নিস্তব্ধতে নৈঃশব্দিক কান্নারা অঝোরে ঝরলো কপোল বেয়ে। তারপর, অভিমানের বরফ একটু একটু করে গলে- মিশে গেলো নগ্ন চিবুকে ভীষণ ইচ্ছে করলো, ষোড়শী বালিকার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না থামিয়ে চিৎকার করে উঠি [ বিস্তারিত ]