ভালোবাসার সংসার

সুরাইয়া পারভীন ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১১:৩২:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

আমি যখন কিচেনে ব্যস্ত থাকি
তখন কিচেনে কারো প্রবেশাধিকার নেই,
তা জেনেও তুমি পাশেই দাঁড়িয়ে থাকো।
কোমরে গুঁজে রাখা শাড়ির আঁচল টেনে খোলো।
কখনো আবার পিছন থেকে আলতো চেপে ধরো।

দুপুরের ব্যস্ততা শেষে যখন খাবার প্লেট রাখি টেবিলে
তখন তুমি ভাতঘুমকে বিদায় জানিয়ে,
চুপি চুপি পাশে এসে বসো চেয়ার টেনে।
তারপর খাইয়ে দাও নিজের হাতে।
একদিন বলেছিলাম মনে ভুলে,
তুমি না খাইয়ে দিলে তৃপ্তি আসে না কিছুতেই!

বিষণ্ণ বিকেলে যখন কফির মগ হাতে নিয়ে,
সোফায় বসে চোখ রাখি টিভির সিরিয়ালে।
তখন তুমি চেয়ার টেনে সামনে বসো টিভি আড়াল করে।
তারপর বলো চোখে চোখ রাখো।
দেখো সেখানে প্রেমের মুভি চলছে!

সমস্ত দিনের ব্যস্ততা শেষে
যখন ক্লান্ত শরীর এলিয়ে দেই বিছানার বুকে।
তখন তুমি লেখা পড়া ছেড়ে দ্রুত আসো শুতে।
মুখোমুখি শুয়ে চুলে দাও বিলি কেটে।
পরম আরামে যখন দু'চোখ আসে বুজে!
তখন তুমি আলতো করে ঠোঁট ছুঁয়ে দাও কপালে।

আহা! এভাবেই সহস্র সুখের সাথে যাচ্ছে কেটে
তোমার আমার আমাদের ভালোবাসার সংসার।

ছবি-নেট

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ