সোনেলার উচ্ছল উৎসবে

ছাইরাছ হেলাল ১৩ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ০৮:১৭:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

 

পূর্ণিমা-ঘন রূপোলী দাঁতের ঝিলিক তুলে
সবুজের আঙ্গিনায় দাঁড়িয়ে ভাবে
সেও একদিন লিখে ফেলবে;

ঘূর্ণায়মান-জলে ছুটোছুটি খেলা মাছেদের
স্বপ্ন দেখার ছলে ক্ষণিকের জীবন খেলা;
মাছ-চোখের নির্লিপ্ততায়; ঢেউ তোলা সরোবরে;
চৌবাচ্চায় ডুব চোখে আয়না আয়না খেলায়।

নিশীথ প্রহরী হয়ে জেগে জেগে নখ খুঁটে খুঁটে
তুলে ফেলে, খুড়ের দাপটে ছুটে যাওয়া
বিবাগী অশ্বারোহীর ফেলে যাওয়া ধুলোর গন্ধ টেনে নেবে বুক ভরে;

এক-ফালি রূপোলী চাঁদ কতোটা স্থির হলে
ঘোলা জলে তিন’শ তেত্রিশটা গোলাপ ফুটে ওঠে!
পদ্ম-দীঘির পাড়ে আঘ্রাণ জ্যোৎস্নার ম্লান আলোয়
খড়কুটোর জ্বালে রসের ঘ্রাণে সাক্ষী থেকে, অস্তিত্বের মাঝে
অন্ধকার এলে অন্ধের বিরূপ বাগানে থমকে না দাঁড়িয়ে
ভয়হীন দৃঢ়তায় সোনেলা ছুঁয়ে স্বর্ণদ্বীপ জ্বেলে বলে উঠি
এই, এই যে আমি এইখানে,
এখানেই ছিলাম আছি থাকবো-ও,
দূরগামী নিটোল ঢেউয়ের উচ্ছল উৎসবে।
.........................................................

সুন্দর/বিনয়ী/ভদ্র/সক্রিয়/আনন্দদায়ক/স্বাভাবিক/ভাগ্যবান/অস্থির/
আধুনিক/উদার/গুরুতর বন্ধুত্বপূর্ণ/উপযুক্ত/মনোযোগী/সাত/আসমানের/তারা
সুরাইয়া পারভীন,
তাঁর ছুঁই-ছুঁই দ্বিশত লেখাকে শুভেচ্ছা।

ছবি, সুরাইয়া পারভীন।

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ