ঈর্ষা-হীন জোড়া চোখ

ছাইরাছ হেলাল ৩ জুলাই ২০২২, রবিবার, ০৮:০৫:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

সময়ের সাথে হেঁটেছি/হাঁটছি যোজন যোজন, যোজনে যোজনে,
নকশা করা পঙ্‌ক্তি মালার শব্দ ভজনে;

এতো প্রেত/ডাইনি সাধনা, দৃশ্যমান অদৃশ্যতায়!
ক্ষণে ক্ষণে রেশমি চুম্বন, ক্ষণে ক্ষণে হাড় চুরমার,
ঘাড় মটকে রক্ত চোষা;

জড়বুদ্ধির কড় কড়ে তরুণ শব্দ প্রেমিক,
ধ্রুপদী শব্দ-দুহিতার ভাব গাম্ভীর্য অবচেতনের গভীরে,
চক্কর খাওয়া চাঁদ জ্যোৎস্নায় নিষিদ্ধ ফলের আহ্বানে!

অনুপস্থিত এখন, নিজেকে নিয়ে ছদ্মবেশী স্বপ্নের মত,
নিঃশ্বাসে প্রশ্বাসে শুধুই শব্দ-জ্বলন
তুমুল একাকীত্বের ক্লান্ত নিঝুম অবসরে।

হঠাৎ চোখ মেলে দেখি এক ভ্রাম্যমাণ আকাশ, দিগন্ত জুড়ে,
সময়ের তীব্র ভ্রুকুটি উপেক্ষা করে, অবিরাম ভেসে বেড়ায়
ঝাঁকে ঝাঁকে, মেঘের উপরে মেঘে মেঘে, শব্দদের বৃষ্টি নামাবে বলে;
ঈর্ষা-হীন জোড়া চোখের পরতে পরতে।

ছবি নেটের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ