বাদলের অঝোর ধারায় অদৃশ্যেরা দৃশ্যমান হয়,
কাছে আসে, উচ্ছ্বাসের পালে হাওয়ারা নেচে ওঠে
প্রমত্ত ওপারের নদী আর কতদূর!

স্রোতের টান উপেক্ষা করে কলহাস্য ভেসে আসে,
কোলাহল ভেদ করে;
দূষণ দুঃস্বপ্নের দুর্ভেদ্য চাটিবাটি গুটিয়েছে এবারে।

এমন দুর্যোগের দুর্বিপাক পেড়িয়ে এসে
শাসন না-মানা স্মৃতিরা, পিছু টানে রীতিবিরুদ্ধতায়,
এখানের এই ফেরিঘাটের কত শত শত রাতে-বিরাতের!

বয়ে যাওয়া সময়ের উত্তাল পালের হাওয়া
হেসে ওঠে নীরবে নীরবে, দীপ্ত দুরন্ত, প্রগলভ,
পারাপারের আনন্দে, হয়ে ওঠা অভ্যাসের মরীচিকায়।

ছবি নেটের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ