ফিল মি

সাবিনা ইয়াসমিন ১১ মার্চ ২০২০, বুধবার, ০৫:২৭:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

ভোরের ফুল-পাখি জেগে উঠার আগে,
রোঁদেলা রবির পিপাসিত অণলে
শিশির শুষে নেবার ক্ষণে,
ফুঁটে উঠো মোবাইল- স্ক্রিনে রাঙা গোলাপের মতো।

নাস্তার টেবিলে ভাজি-ডালের উপর্যুপরি আহ্বানকে তোয়াক্কা করি
পরোটায় মিসিং সুজির হালুয়া ;
কেন জানো?
সুজির হালুয়ায় তুমি থাকো কড়া চিনির স্বাদ হয়ে।

দুপুরের ভাত কমই খাই এখন,
সেই-যে সেই-বার কালাভুনায় বেশি খাওয়া ভাতটুকু
পেট ভরিয়ে মনটাও ভরে দিলো!
এরপর আর খাওয়া যায় তোমায় ছেড়ে একে-লা?

বিকেল টা আর অবসর নিতে চায় না,
আধা-বেলার আঁকুপাঁকু কথা-মালা
গল্প হয়ে ব্যস্ত থাকে তোমার সনে!
কত কথা! গল্প নয়তো কি!!

সন্ধ্যা ঘনিয়ে আসে সূর্যের রঙ বদলে দিতে
তুমি কেন আসছো না?
এখন এই বেলায় না এসে, ফের বেলায় এসে শুধাও “ ফিল মি? ”!

তাজ্জব জিজ্ঞাসায় হতবাক হই সখা,
তোমার অবদানে, কারণে বা অকারণে,
লাইফ আমার বর্তমানে
সুপার-ডুপার ফিল্মি;

ফিল মি ❤❤ফিল মি ❤❤

★ অ-কবিতা
★ ছবি - নেট 🙂

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ