মা বকেছে আজ খুব, ফিরবো না আর বাড়ি। ঠিক করেছি মায়ের সাথে নিয়ে নেবো আড়ি। চাই না আমার মায়ের আদর, স্নেহ, ভালোবাসা। চাই না খাবার,চাই না পোশাক চাই না নিজের বাসা। তার থেকে সেই ভালো, থাকবো পথে পথে, খিদে পেলে পানি খাবো, ঘুমাবো ফুটপাতে। রাগ দেখিয়ে গাল ফুলিয়ে বসলাম গিয়ে এক মাঠে, জনমানবহীন এমন স্থান [
বিস্তারিত ]