পুস্প বয়ান

সাদিয়া শারমীন ২৩ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০৯:৪০:৩৯পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

কৃষ্ণচূড়ার লাল আভাতে রঙিন হব আজ,
সোনাঝরার হলুদ রঙে মনে খুশির সাজ!

নাম না জানা বুনো ফুলের গন্ধে মাতাল মন,
বর্ষা দিনের কদম ফুলে উৎসবেরই ক্ষণ।

শ্বেত শুভ্র হাসনা হেনা,টগর কিংবা বেলী,
কুন্তলে বেশ সাজিয়ে নিয়ে স্বপ্নগুলো মেলি।

নীলের মাঝে নীলকন্ঠ মানিয়ে যায় বেশ,
জারুল,ফুরুস,রুয়েলিয়ায় বেগুনির-ই রেশ!

জলের মাঝেই জলের শোভা পদ্ম,শাপলা-শালুক,
কচুরিপানাও ঝিলের মাঝে পাপড়িগুলো মেলুক।

মাধবীলতা,বাগান বিলাস হাওয়ায় হাওয়ায় দোলে,
কোন কথা গো,কার কথা গো আমায়  ডেকে বলে।

এমনি কত ফুলের বাহার নাম জানা নেই তার,
গন্ধ,বর্ণ,রূপের মাঝে জুড়ি মেলা ভার।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ