বিজয় যখন বিজিতের ঘরে

সুপায়ন বড়ুয়া ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৯:০০:২৮পূর্বাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

পর্ব ১.
যুদ্ধ জয়ে মিশেছিল ঐ হারামীর বাচ্চা
তার কাছে আজ যুদ্ধ জয়টা গল্প নাহয় কেচ্ছা।
মা-বোনকে লুটে নিয়ে ভাঙল আমার ঘর
গ্রাম বাংলায় আগুন দিয়ে বানিয়েছিল কবর।
ব্রীজ কালবার্ট উড়িয়ে দিয়ে বন্দর করে অচল
ব্যাংক বীমা লুটে নিয়ে রাস্ট্র যন্ত্র বিকল।

রিজার্ভ রাখে শুন্য করে খাদ্য গুদাম শুন্য
পোড়া মাটির নীতি নিয়ে কামান দাগে সৈন্য।
বুদ্ধিজীবি নিধন করে মেধা করে শুন্য
সোনার বাংলা শ্বশান করে নজীর অনন্য।
লাখো শহীদ জীবন দিয়ে দেশটা করে স্বাধীন
পোড়া মাটির গন্ধ নিয়ে বেঁচে থাকা কঠিন।

পাক সেনারা পালিয়ে বাঁচে রোপন করে বীজ
তারাই হল মোটা তাজা সতেজ আর সজীব।।

পর্ব ২ .
যুদ্ধ জয়ে মিশেছিল ঐ হারামীর বাচ্চা
তার কাছে আজ যুদ্ধ জয়টা গল্প নাহয় কেচ্ছা।
অভয় দিয়ে বলেছিলাম দেশটা হবে সবার
সোনার বাংলা গড়ব মোরা অপার সম্ভাবনার।
কেউটে সাপের গর্তে লুকে ঐ হারামীর বাচ্ছা
সুযোগ বুঝে প্রমান দিল রাজাকার যে সাচ্ছা।

পাটের গুদামে আগুন দিল, ব্যাংক করেছে লুট
সব কিছুতে বলতো, ঝুট বলতাহু ঝুট।
বাসন্তিকে জাল পড়িয়ে গল্প তিনি ফাঁদে
খাদ্যজাহাজ ফিরিয়ে বলে, তুই হারামজাদে।
নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র দিলাম জমা
খুনীর অস্ত্র শান দিয়ে যায় লিখে আমলনামা।

খুনের নেশায় মেতে উঠে ঐ হারামীর বাচ্ছা
পরাজয়ের প্রতিশোধ নেয় রক্ত বন্যায় হিস্যা।
খুন করেছে পিতা আমার খুনের নেশায় মাতে
জেলখানা বানায় কবরখানা নেতা শুন্য রাতে।।

পর্ব ত.
যুদ্ধ জয়ে মিশেছিল ঐ হারামীর বাচ্চা
তার কাছে আজ যুদ্ধ জয়টা গল্প নাহয় কেচ্ছা।
নেতা হবার স্বাধ জাগে তার রক্ত গজ্ঞায় ভাসে
বিজয় আমার হাতছাড়া হয় হত্যাযজ্ঞের উল্লাসে।
ঐ খুনীদের পুরস্কার দেয় বিদেশ দুতাবাসে
রাত পোহালে মুক্তিযোদ্ধার ফাঁসির খবর আসে।

পতাকা আমার হাতছাড়া হয় ঐ খুনীদের মনজয়ে
ঐ পতাকা উড়তে দেখি রাজাকার্রের কনভয়ে।
তাইতো ওরা সুযোগ পেয়ে ব্যাংক করেছে দখল
টাকা পয়সা লুটে নিয়ে কারখানা করে অচল।
বীমার টাকা আত্নসাদে কারখানায় দেয় আগুন
বিশেষ ভবন গড়ে উঠে কমিশনের গুণ।

কালো টাকা সাদা করে বিশেষ সুযোগ নিয়ে
রাজপ্রাষাদে থাকেন ওরা বিদেশ বিভুঁয়ে।
ষড়যন্ত্রের জাল বুনে যায় সকাল বিকাল রাতে
বাংলা ভাইয়ের শাষন চলে পাড়া মহল্লাতে।
৬৪ জেলায় বোমা ফাটায় জংগী মহরাতে
মানুষ হত্যার নগ্ন উল্লাস গ্রেনেড হামলাতে।

বিজয় আমার হাতছাড়া হয় সাপ নেউলে হাসে
ঐ হারামীর কবর দিই স্বাধীন বাংলাদেশে।।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ