গর্বিত বাংলাদেশ !

সুপায়ন বড়ুয়া ২৪ অক্টোবর ২০২০, শনিবার, ০১:৫৪:২২অপরাহ্ন এদেশ ৪১ মন্তব্য

এগিয়ে বাঙালি ছুটছে দেশ ভারত টপকিয়ে বাংলাদেশ

বিশ্ব মিডিয়ায় তোলপাড় আজ গর্বিত বাংলাদেশ।
মাথাপিছু আয়ে এগিয়ে গিয়েছে বাঙালির শ্রমে দেশ
ভারত যেখানে ১৮৭৭ ডলারে, ১৮৮৮ ডলারে বাংলাদেশ।

আমার দেশের নাম শুনে যারা নাক দিত ছিটকিয়ে
তারাই আজ বিষ্ময়ে দেখে কান পেতে যায় দিয়ে।
গণহত্যার শ্বশানে যারা ফুল দিয়েছিল রোপণ করেছে বীজ
ফুলে ফলে আজ সুশোভিত দেশ শ্যামল মৃত্তিকায় সজীব।

একাত্তরে যারা হোলি খেলেছিল রিজার্ভ করেছে শূন্য
৪০ বিলিয়ন ডলারে বাংলাদেশ আজ তারা হয়েছে দৈন্য।
ধ্বংসের উপর দাঁড়িয়ে নেতা বপন করেছিল স্বপ্ন
নেতার রক্তে রাঙিয়ে ওরা করেছিল নেতৃত্ব শুন্য।

বন্যা খড়া মঙ্গা পীড়িত পরিচিত ছিল যে দেশ
মাথা উঁচু করে মহামারী রুখে আজ নেত্রী নির্নিমেষ।
লাখ কোটি টাকায় প্রণোদনা দেয় মোবাইলে পাঠায় টাকা
আধাঁর কেটে আলোর পথে সচল রাখে চাকা।

মাথা পিছু আয় অর্ধেকে ছিল ১২টি বছর আগে
নেতৃত্ব গুণে দ্বিগুন হয়ে যায় দুরন্ত দুর্বার বেগে।
তলাবিহীন ঝুড়ি বলে যারা করেছিল উপহাস
তারাই বলে উন্নয়নের রোল মডেল বাঙালির ইতিহাস।

ক্ষুধা সূচক আর নারীর ক্ষমতায়নে আগেই গিয়েছে এগিয়ে
টিকা দান বলুন, শিশু মৃত্যু বলুন ভারত আজও পিছিয়ে।
গড় আয়ুতে অনেক এগিয়ে কমিউনিটি ক্লিনিকের জয়গানে
ধর্ষিতার আত্ননাদ চাপা পড়ে যায় কাক শকুনের কলতানে।

HSBC গ্লোবাল রিসার্জ বলে যায় আজ
২৬ তম দেশ হবে দুই হাজার ত্রিশ সালে।
দুরন্ত দুর্বার সম্মুখ গতিতে এগোবে দেশ
মালয়েশিয়া ফিলিপাইন ভিয়েতনাম পিছনে ফেলে।

দেশটা যখন ঘুরে দাঁড়ায় আজ ভয়ের কারণ হয়
পঁচাত্তরের খুনীরা আবার যদি মাথা চাড়া দিয়ে লয়।
বিবেক যারা বন্দক রেখে কালো চশমায় দেখে দেশ
স্বচ্ছ আয়নায় ভেসে উঠে আজ গর্বিত বাংলাদেশ।

https://www.youtube.com/watch?v=5Jof2yzxlDY&t=44s

0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ