ধর্ষিতা পাহাড়ি কন্যা ও বাংলাদেশ !

সুপায়ন বড়ুয়া ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ১১:৪৯:৩৯পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

ও পাহাড়ী কন্যা আমার
তোমাকে মানায় খাঁচা বাঁধা মাথায়
বুকে বেঁধে শিশু চা বাগানের কলির উষ্ণ ছোয়ায়
তোমাকে মানায় উদার গণতন্ত্রের বাংলার টেলিভিশনের পর্দায়।
নৃত্যরত অবস্থায় বাংলার মিশ্র সংস্কৃতির উদার ভূমিতে
জাতীয় অনুষ্ঠান বিদেশীদের বাহবা কুড়াতে।
উদার গনতন্ত্রের মানবিক বাংলাদেশ বলে।
তোমাদের জন্য আসে ডোনেশন, উন্নয়নের চাকা হয় সচল।

তোমার উপর যখন বর্বতার আচঁর পড়ে
বাংলাদেশ হয় ক্ষত বিক্ষত, বিশ্ব বিবেক হয় শঙ্কিত।
যারা পাশবিক উন্মত্ততায় মাতে আমার পাহাড়ী কন্যার গায়
শকুনের লোলূপ দৃষ্টি মেলে উদোম নৃত্য করে।
হিংস্র নেকড়ের থাবায় ক্ষত বিক্ষত হয় আমার পবিত্র মাটি।
ওরা বেজন্মা বেশ্যার দালাল ওদের ক্ষমা নাই আমার দু:খিনী বাংলায়।

ওরা উদ্ভাস্তু , পুনর্বাসিত হয় কোন ক্ষমতান্ধ সেনানায়কের অবিমৃষকারীতায়
সুউচ্ছ টিলায় আগুনের ফুলকিতে কিংবা পাহাড়ের খাদে
কিংবা বন্দুকের নাকের ডগায় মানব ঢাল হিসেবে
মৃত্যুদূত তাড়া করত নিয়ত
নিদ্রাহীন রাত কাটত যাদের সেনা পাহাড়ায়
কিংবা আতঙ্কে কাটে দিন শান্তিবাহিনীর অতর্কীত হামলায়।

তারাই আজ জমিদার সাজে শান্তিচুত্যির বদান্যতায়
তারাই আজ মালিকানা খুঁজে আমার পাহাড়ি কন্যার গাঁয়।
ওরা গ্যাং রেপ করে হিংস্র কায়দায়
মা-বাবার সামনে কাপড় খোলে পাশবিক উন্মাদনায়।
ওরা কি মানুষ নাকি জানোয়ার
ক্ষত বিক্ষত করে আমার পবিত্র উদার জমিন সোনার বাংলায় ?

পাকি জান্তা আর দোসর গনিমতের মাল বলে
আমার মা-বোনের দেহকে যারা কুবলে খেয়েছে
তারা পাকিস্থান রক্ষা করতে পারেনি
পাকিস্থানে যারা সংখ্যালঘু শুন্য করে
শান্তির নিশান উড়াতে চেয়েছিল
সেখানে আজ বোমার চাষ হয় সংখ্যালঘু শুন্য ঘরে।
তরতাজা গ্রেনেড বিস্ফোরিত হয় মসজিদ মাদ্রাসায়।

আফগানিস্থানে বৌদ্ধ মুর্তি ধ্বংস করে যারা শান্তি আনতে চেয়েছিল
তাদের শিশুরা জন্ম নেয় আজ বারুদের গন্ধে।
প্যালাস্টাইনি শিবিরে হামলা চালিয়ে যারা শান্তি প্রতিষ্টা করতে ছেয়েছিল
তাদের শিশুদের আজ ঘুম ভাঙে মিশাইল হামলার শব্দে।

হে প্রিয়তমা স্বদেশ আমি আজ শঙ্কিত এই ভেবে
রোহিঙ্গারা আজ মানব বোমা বানায় আমার পবিত্র মাটিতে
স্থানীয়রা আজ নির্ঘুম রাত কাটে তাদের শঙ্কায়
তারা যদি মেতে উঠে স্থানীয় নিধন যজ্ঞে
প্রকৃতির অমোঘ নির্মম বিচারে ?

প্রকৃতি তুমি দ্বিধা হও, শান্ত হোক বাংলার বুক
ধর্ষকেরা নিপাত যাক, আমার সোনার বাংলায়।

ছবিটি প্রতীকী। এটি ২০১২ সনের। ছবি গুগল থেকে নেয়া।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ