রাখালের হেঁটে যাওয়া

ছাইরাছ হেলাল ২৩ নভেম্বর ২০২০, সোমবার, ০১:২০:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

কুয়াশা-হাঁটা-পথে বরাবর/সারাক্ষণ নিজেকেই খুঁজি,
খসে পড়া সময়ের পরতে পরতে জমে আছে কত শত মেঘ,
ঝিলিক বৃষ্টি, কারণে অ-কারণে বয়ে যাওয়া বসন্ত-ঘ্রাণ-বাতাস;

সান্ধ্য ডুবু-ডুবু সূর্যে, রাখালের ফিরে যাওয়ার পদ/পথ চিহ্ন,
যা এখন-ও স্পষ্টতার রেখায় আঁকা,
বোবা স্মৃতিরা লেপ্টে আছে স্বর্গ-নরকের সৌন্দর্য/বেদনায়,
সেখানেও আছে/থাকে বসন্তের শঙ্খধ্বনি;

এ্যাত্তোটুকু শিশু জীবনে বয়ঃপ্রাপ্ততা হতে হতে
কবে কখন হাঁটা শিখে ঝাঁপ দেব আগুনে-জলে!!

চিরকালীন মহিমা-কীর্তন
সু-নির্বাচিত শব্দে শব্দে সুরে সুরে,কালের বাতাসে ভেসে ভেসে।

ছবি নেট থেকে।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ