ক্ষ্যাপা বেদুঈন

তৌহিদুল ইসলাম ২২ নভেম্বর ২০২০, রবিবার, ০৭:১৯:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

বিবর্ণ দিনগুলিতে একাকী নিশ্চুপ বসে থাকা
হতচ্ছারা সময় যেখানে থমকে দাঁড়িয়েছে,
উদ্বাস্তু শিবিরে লাল পিঁপড়ের আনাগোনায়
ইদানীং যেন বড্ড দিশাহারা সে-
গোধূমচূর্ণ আকস্মিক ব্যস্ততায়।

দিনক্ষণের পঞ্জিকায় চিহ্নমুক্ত আঁকাআঁকিতে
দিন কেটে যায়/যাচ্ছে সন্ধ্যারাগের মূর্ছনায়,
ভোরের আলো আসে পরাগের উষ্ম উত্তাপে!
আলোকবর্তিকা সেতো দূরপরাহত কুহকমায়া।

স্মৃতিতে ভেসে ওঠে পুরনো কাসন্দির গান
রিক্তহস্তে হাত বাড়ানো আলুথালু বিবৃতাক্ষরা
ভেসে যায় আপন মনের আপ্লাবনে-
আঁকাবাঁকা নদের শিরা উপশিরার মোহনা পথে।

নির্বাক বিস্ময়ে এ যেনো হস্তগত কোন নব্যতন্ত্র;
যার বশ্যতা স্বীকরণ দীর্ঘ কষ্টলভ্য।
ভাগশেষ শূন্য এই হিসেব একদিন মিলে যাবে,
ভয় শুধু বেদুঈনের দুর্বারণ ক্রোধকে।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ