মহারাজ এর একদিন

সাবিনা ইয়াসমিন ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৪:১১:৪৭অপরাহ্ন শুভেচ্ছা ৬৯ মন্তব্য

ইচ্ছেরা আকাশ ছুঁতে চায়………..
নীল আকাশ,
বেণে অভিশাপে বনবাসী অদম্য রাজকুমারের……
ছোঁয়-নি কখনও এমন নয় ।
পলাতকা সময় নিয়েছে পিছু,
লক্ষেরও অলক্ষ্যে
অত্যন্ত চুপিসারে আলেয়া হয়ে।

ব্যাপ্ত দিগন্তের সবুজ উদ্ভাসে
গোধূলিতে বুনো হাসের ফিরে যাওয়া,
পালকে রোদ-বৃষ্টি ঝড়ের ছোঁয়া
বিলীয়মান আলোয় ও অবিচলতায় স্থির।

তখনও দৃশ্যমান অদৃশ্যতায় কুহকেরা।

আলটপকা……………
গিরি পথের ছায়া পেরিয়ে,তেপান্তরের মাঠ ছুঁয়ে
সময়ের কাঁখে চড়ে, নিয়তির হৃদয় ভেদে,
পৌঁছে যাবে সবুজ প্রাসাদ মন্দিরের দেউড়িতে
পদ্মের হাটে চোখ পেতে……..
শিশুর জল বন্দুকের নিশানায় ভিজে রঙিন হয়ে।

************************************************************************************

এমনই শত শত ইচ্ছের ডানা মেলে তীব্র বেগে, অগ্রগতিতে, সময়-কালের শৃঙ্খল ছিঁড়ে, সোনেলার আকাশে সূর্যের মতো উদয় হয়েছিলেন অপ্রতিরোধ্য এক কবি। সকালের মিষ্টি রোদে, দুপুরের খরায়, বিকেলের অবসন্নতা, সান্ধ্যকালীন খুনসুটি, কিংবা নিশুতি ঘুমহীন রাত, সব অবস্থাতেই তিনি চলমান থাকেন ধূমকেতুর গতি নিয়ে। তাকে ঠ্যাকাবে! সেই সাধ্য নেই কোন আড়াল চাঁদেরওহাসির কোলাহলে মাতিয়েছেন সোনেলা-অঙ্গন। অকৃপণ হস্তে নিজেই দিয়েছেন প্রিয় মন্তব্যকারীদের স্বীকৃতি

তিনি কি শুধু কবিতাই লিখেছেন? উহু, তিনি গল্প লেখেন, লিখেছেন। মাঝে মধ্যে রান্নার রেসিপিও দেন। আরো দিয়েছেন কপ্পো। ( গল্প+কবিতা)।

বিশ্লেষক এর ভূমিকাতেও তিনি নিজের দক্ষতা দেখিয়েছেন। লেখক-পাঠকের মাঝে মেল-বন্ধনের প্রয়োজনীয়তা। এর গুরুত্ব নিয়ে উপকারী উপকরণ গুলো আমাদের জানিয়েছেন আপনজনের স্নেহ বাৎসল্যতায়। তার লেখনিতে ঋতু বৈচিত্র্য এসেছে বারবার। বৈশাখ হতে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, আর বসন্তে ঘিরে থাকে আমাদের সোনেলা ব্লগ।

যারা এতদিন ভেবেছেন, তিনি শুধু কঠিন কঠিন শব্দের খেলা করেন, তারা কিন্তু ভুলের জগতে আছেন। মনে রাখতে হবে তিনি কবি, কবি-রাজ। কবি / অ-কবিদের মহারাজ। মুকুট, সিংহাসনে তার আসক্তি নেই। তিনি লেখেন যত না নিজের জন্যে, তারও বেশি সোনেলার জন্যে। তিনি সোনেলার সুবিশাল উঠোনের শক্তিশালী ইমারত। সোনেলায় তার অবদান, তার শ্রেষ্ঠতা এবং তার বিনয়ী মনোভাব তাকে একজন আলোকিত ব্যক্তিত্বে পরিনত করেছে । আমরা তারই ছায়া, মায়ায় এখানে একটি আনন্দময় প্রাণোচ্ছল পরিবার গড়তে পেরেছি। তাকে পেয়েছি শিক্ষক, অভিভাবক, বন্ধু, সহযোগী এবং সহপাঠী রুপে।

আজ সোনেলা ব্লগ পরিবারের মুকুট হীন সম্রাট, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের মহারাজ ছাইরাছ হেলাল, এর ৫০০ তম পোস্ট পূর্ণ হলো।

এই শুভ দিনে মহারাজকে জানাই অভিনন্দন ও শত শুভেচ্ছা। সব সময়ে ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন। অতিশিগ্র হাজার পোস্টের সনামধন্য ব্লগার হয়ে নিজের এবং সোনেলার গৌরব হয়ে উঠুন, এই প্রত্যাশা করি।

আমার পড়া, মহারাজের সেরা একটি কবিতা। যে কবিতায় মুগ্ধতা ছড়িয়ে আছে রাশি রাশি,

চলো মিশে যাই ❤

তুমি আমি, আমি তুমি মিশে যাবো,
যখন তখন, যেখানে সেখানে, প্রবল প্রকাশে প্রকাশ্যে।
গলি-গুপচির চিপা-চাপায়-ও ;
পিছু-নে'য় সাঙ্গোপাঙ্গোদের চোখে ধুলো দিয়ে
জুতসই অদৃষ্টিগোচরতায় আঁটোসাঁটো ঘড়ি-হীন মূহুর্তে মিশি, মেশাই, মেলামিশি করি শুধুই দুজনে

তুমি কে !
আমি কে !
কে মেশাবে, কি মেশাবে, কতটুকু-ই-বা মেশাবে/ মেশাবো !!
চির-উদ্ধত-বর্ণীল প্রেম উদ্ধৃত হয় না,
মেশামেশি হবে মিলেমিশে, হয়েছিলো যেমন বাৎচিত দীর্ঘ-মান-অভিমান ছায়া উপত্যকায় ;

মিলাবে মিলিবে
পেলব-সতেজ-স্নিগ্ধ কিশোরী মুগ্ধতায়,
মিশে যাবো তোমার উত্তাল সমুদ্র-যমুনায়
যখন-তখন, মন যেমন চায়, যেভাবে চায় !!

★৩ অক্টোবর ২০১২, বুধবার থেকে শুরু। তারপর ২৩ শে মার্চ ২০১৯ শে এসে পূর্ণ করলেন ৪০০ তম লেখা! তার মত লেখকের জন্যে ছয় বছর সাত মাসে ৪০০ টি ( প্রতি বছরে প্রায় ষাট টি, মাসে ৫ টি ) লেখা দেয়া খুব বড় ব্যাপার না, ব্যাপার হলো তিনি মাত্র সাত মাসের মাথায় আরও একশত লেখা জমা করেছেন। এটা কিভাবে পারলেন এটাই আমার কাছে রহস্যময় ব্যাপার মনে হচ্ছে। কি খেয়ে, কি দিয়ে, কিসের সাথে কি মিলিয়ে তিনি এই কাজটি করেছেন, তার কাছে জানতে চাই।

0 Shares

৬৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ