আজ হাসির কোলাহল

ছাইরাছ হেলাল ১৮ মার্চ ২০১৯, সোমবার, ১০:১৪:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

 

জ্যোৎস্নার চাঁদ-রাতে ঘুমন্ত বন জেগে ওঠে
আজ সে হাসবে অট্টের হাসিতে
যা সে লুকিয়ে রেখেছিল বনের জলজ উঠনে
সেই কত কাল আগে;

কত জল বয়ে গেল কত জল ঢেউয়ে হারালো
দুকুল উপচে, কত চাঁদ মুখ লুকালো
তেষ্টা-তপ্ত হৃদয়ের
আহ্নিক-বার্ষিক ধাঁধার গোলকে;

সুদীর্ঘ ফেরারি বৃষ্টি অতর্কিতে নেমে এসে
বুনে দিয়েছে প্রাণে লীলা বীজ
তুঙ্গ-হাসির কোলাহলে।

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ