ব্লগে নতুন দুটি পরিবর্তন এসেছে।

১) পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধা

এর আগে ব্লগাররা নিজেদের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারতেন না। প্রতিবার মোডারেটরদের দ্বারস্থ হতে হতো। এখন থেকে এই বিপদ আর থাকবে না। নিজের পাসওয়ার্ড নিজেই পরিবর্তন করতে পারবেন।

২) বাধ্যতামূলক ফিচার ছবি

এই বিষয়টা আমি নিজে অনেকেই বলেছি। সরাসরি বলেছি, মন্তব্যে বলেছি। কারিগরি কারণে পোস্টের সাথে ফিচার ছবি যুক্ত করা জরুরী। এতে সার্চ ইঞ্জিন থেকে বেশি ভিজিটর পেতে সুবিধে হয়। যে কারণেই হোক অনেকেই কথাটা গুরুত্বের সাথে নেননি।

এখন থেকে ফিচার ছবি ছাড়া পোস্ট দিলে সেটি প্রকাশিত হবে না। খসড়ায় থাকবে। এতে কেউ কেউ মনঃক্ষুণ্ণ হতে পারেন। অনুরোধ করছি, ব্লগের স্বার্থে এতোটুকু কষ্ট করবেন।

আপডেটঃ

পোস্টে ছবি সংযুক্ত করার বিষয়টা আবশ্যিকই থাকছে। তবে যাঁরা একান্তই ছবি আপলোড করতে সমস্যায় পড়ছেন, তাঁরা ইচ্ছে করলে পূর্বে আপলোড করা ছবি (নিজের বা অন্যের) থেকে যেকোনো ছবি নির্বাচন করতে পারবেন।

ফিচার ছবির বাটনে ক্লিক করার পর যে পপআপ আসে, সেখান থেকে মিডিয়া লাইব্রেরী ক্লিক করলেই সব ছবি পেয়ে যাবেন। পছন্দসই একটা ছবিতে ক্লিক করলেই হয়ে যাবে।

0 Shares

৯৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ