বলদনামা

নাজমুল আহসান ১২ এপ্রিল ২০২১, সোমবার, ১১:১৪:০০অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

মানতে হবে স্বাস্থ্যবিধি,
রাখতে হবে দূরত্ব।
শুনছি বটে, মানছি না আর।
দিচ্ছি না কেউ গুরুত্ব।

দিব্যি সবই চলছে রে ভাই,
সামনে, বাঁয়ে, ডাইনে।
পড়াশোনা, উপাসনা
আটকে গেছে আইনে।

বছর গেল হেসে খেলে,
বিদ্যালয়ও বন্ধ যে।
লাভটা পেলুম ক'আনা ভাই?
চোখ থাকিতে অন্ধ যে!

সংক্রমণ হয় মসজিদে আর
সংক্রমণ হয় মন্দিরে।
সংক্রমণের ফান্দে কি আজ
আমরা সবাই বন্দি রে?

শুনছি কল আর কারখানাটা
চলছে নাকি ঠিক-ঠিকই।
তোমরা রাঘব-বোয়াল-কুতুব,
আমরা শুধু টিকটিকি!

দিচ্ছ খুলে কারখানা আর,
বন্ধ চলার বাসটা।
আমরা গরিব চলব কীসে?
তোমার গাড়ি পাঁচটা!

বুঝলে দাদু গল্পটা এই,
আগাগোড়া গলদের?
ধোঁকা খাওয়া বোকার কাজ,
আর মন্ত্রী হওয়া বলদের!

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ