Roktodata.org একটি শতভাগ স্বেচ্ছাসেবামূলক ও অলাভজনক ওয়েবসাইট। যাঁরা স্বেচ্ছায় রক্তদান করতে চান এবং যাঁদের প্রয়োজন, তাঁদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এর উদ্দেশ্য। বেশ কয়েক বছর আগে একই নামে একটা প্রজেক্ট শুরু করেছিলাম। ডোমেইন নিয়েছিলাম, কাজও প্রায় গুছিয়ে এনেছিলাম। এরপর ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেললাম। সাইট চালু করা হল না, ডোমেইনটাও আর রিনিউ করা হয়নি। এক [ বিস্তারিত ]