মানতে হবে স্বাস্থ্যবিধি, রাখতে হবে দূরত্ব। শুনছি বটে, মানছি না আর। দিচ্ছি না কেউ গুরুত্ব। দিব্যি সবই চলছে রে ভাই, সামনে, বাঁয়ে, ডাইনে। পড়াশোনা, উপাসনা আটকে গেছে আইনে। বছর গেল হেসে খেলে, বিদ্যালয়ও বন্ধ যে। লাভটা পেলুম ক'আনা ভাই? চোখ থাকিতে অন্ধ যে! সংক্রমণ হয় মসজিদে আর সংক্রমণ হয় মন্দিরে। সংক্রমণের ফান্দে কি আজ আমরা [ বিস্তারিত ]