সোনেলার নতুন ভার্সন উন্মুক্ত করা হয়েছে। বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি কোডবেইজেও (Codebase) ব্যাপক পরিবর্তন করেছি।

বিশেষ বিশেষ পয়েন্টগুলো খেয়াল করুন।

১) প্রোফাইল ছবি
নতুন ভার্সনে আলাদা দৈর্ঘ্য ও প্রস্থের ছবি ব্যবহার করা হয়েছে। দয়া করে আপনার প্রোফাইলের ছবিটি পরিবর্তন করুন। চাইলে আগের ছবিটি মুছে দিয়ে পুনরায় একই ছবি দিতে পারেন।

২) উইজেট
ডান এবং বামদিকের উইজেটগুলো (অদেখা মন্তব্য, অনলাইনে আছেন - ইত্যাদি) নতুন করে সাজানো হয়েছে। ব্লগের গতি বাড়ানো সহ নানাবিধ কারণে কিছু উইজেট সরিয়ে ফেলা হয়েছে, যেমনঃ দৈনিক পত্রিকা। এ ব্যাপারে আপনাদের মন্তব্য জানান।

৩) ইমো
নতুন করে আবার ইমোটিকন যোগ করা হয়েছে। আপাতত বন্ধ রেখেছি।

৪) ফিচার ছবি
ব্লগ পোস্ট লেখার সময় মনে করে অবশ্যই ফিচার ছবি যোগ করে নিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে বেশি বেশি ভিজিটর আনতে এটা কাজে দেয়।

৫) এবং ডিজাইন
ডিজাইন এবং রং নিয়ে কারও কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন।

এই পোস্টটি নিয়মিত পরুন। আমি নতুন বিষয় যোগ করতে পারি।

ধন্যবাদ।

0 Shares

৫৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ